• facebook
  • twitter
Tuesday, 19 August, 2025

দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা, আক্রান্ত পুলিশ

এদিন সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ীদের একাংশের মধ্যে গোলমাল শুরু হয়। পরে বচসা থেকে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

উত্তপ্ত মহেশতলা।

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মহেশতলা। অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হলেন একাধিক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। এই ঘটনায় মহেশতলার ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুর এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে ব্যাপক গোলমালের সৃষ্টি হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান ও বাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। কিন্তু বিক্ষুব্ধ জনতা তাঁদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। সেই আঘাতে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। জখমদের মধ্যে এক মহিলা পুলিশ কর্মীর আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ীদের একাংশের মধ্যে গোলমাল শুরু হয়। পরে বচসা থেকে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উন্মত্ত জনতার একাংশ পুলিশের উপরে চড়াও হয়। এমনকী ক্ষিপ্ত জনতা রবীন্দ্রনগর থানার সামনে একটি বাইকেও আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ-সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু তা সত্ত্বেও পুলিশকে লক্ষ্য করে ফের ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশ পাল্টা মৃদু লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে সেখানে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।