বিনা কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক লরি ভেঙে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায়। উত্তেজিত লরির মালিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশের এরূপ আচরণের বিরুদ্ধে তাঁরা একজোট হয়েছেন।
জানা গিয়েছে, রাতের অন্ধকার নিউ আলিপুর চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক লরিতে ভাঙচুর চালিয়েছে পুলিশ। লরির মালিকদের কাছে পুলিশদের পক্ষ থেকে কোনও পূর্ব নির্দেশ ছিল না। তাই এই ঘটনায় তাঁরা পুলিশের দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। লরি চালকরা নিউ আলিপুর থানায় অভিযোগ জানিয়েছেন। তাঁদের মূল বক্তব্য, এখন বলে নয় ওই এলাকায় লরিগুলি এভাবেই রাখা থাকে। প্রায় ৪০ বছর ধরে এমনই হয়ে আসছে। তাহলে পুলিশ কোনও নির্দেশ ছাড়াই কিসের উপর ভিত্তি করে লরিগুলির উপর ভাঙচুর চালিয়েছে? যদি কোনও সময় থাকত তাহলে তাঁদের জানলেই তাঁরা আগে থেকে লরিগুলি সরিয়ে রাখত। কিন্তু কোনোরূপ আগাম সতর্কতা ছাড়াই পুলিশের এমন ঘটনায় তাঁরা ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি অবাকও হয়েছেন। স্থানীয়রাও লরি চালকদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
Advertisement
এই ভাঙচুরের ঘটনায় থানার চার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করল পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত চার এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।
Advertisement
Advertisement



