পুজোর আনন্দে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর তাই আগে থেকেই কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। উৎসবের ভিড়ে যাতে জল জমে মানুষকে ভোগান্তি পোহাতে না হয়, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ শুরু হয়েছে লালবাজার থেকে।
শহরের কোন কোন রাস্তায় জল জমতে পারে তার তালিকা তৈরি করেছে পুলিশ। সেই অনুযায়ী বিকল্প রুটে যানবাহন চালানোর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি মণ্ডপ সংলগ্ন এলাকায় যদি জল জমে যায়, তবে দ্রুত তা সরাতে পুরসভার সঙ্গে যৌথ উদ্যোগে নালা পরিষ্কারের কাজও শুরু হয়েছে। প্রতিটি থানার ওসি এবং ট্রাফিক গার্ডকে এ বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছে লালবাজার। এ ছাড়াও পুজো উদ্যোক্তাদের সঙ্গেও চলছে নিয়মিত আলোচনা।
Advertisement
নিরাপত্তার দিক থেকেও কড়া নজরদারি থাকছে এবারের দুর্গাপুজোয়। শুক্রবার থেকেই শহরে নামবে প্রায় ১০ হাজার পুলিশকর্মী। ৩৬ জন ডিসি থাকবেন নজরদারির দায়িত্বে। তাঁদের তত্ত্বাবধানে রাস্তায় ও মণ্ডপে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর থেকে শুরু করে অন্যান্য আধিকারিক ও কর্মীরা। সাহায্যের জন্য থাকছে হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার ও এনসিসি ক্যাডেটরাও।
Advertisement
ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নামবে সাড়ে চার হাজারেরও বেশি ট্রাফিক পুলিশ। এছাড়াও শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে ১২৫টি পুলিশ পিকেট, ৫২টি ওয়াচ টাওয়ার, ৬২টি টহলদারি পিসিআর গাড়ি, ১৬টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং আরও একাধিক বিশেষ ইউনিট। দ্রুত সাড়া দেওয়ার জন্য থাকছে ১২টি কুইক রেসপন্স টিম, ১৪টি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স এবং ১০টি মোবাইল মিসিং পার্সন স্কোয়াড।
মেট্রো যাত্রীদের নিরাপত্তার জন্য শহরের ৩২টি মেট্রো স্টেশনে গড়ে ১১ জন করে অতিরিক্ত পুলিশকর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি থাকছে ড্রোনে নজরদারি, অতিরিক্ত কন্ট্রোল রুম এবং বিশেষ নজরদারিতে থাকছে কালীঘাট মন্দির, চিড়িয়াখানা, বিভিন্ন পার্ক ও সায়েন্স সিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায়।
Advertisement



