• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চালু পোর্টাল, নতুন নির্দেশ লালবাজারের

সাইবার অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীদের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট লিঙ্ক বা অশালীন পোস্টের স্ক্রিনশট তুলে রাখার পরামর্শ দিয়েছে লালবাজার।

প্রতীকী ছবি

সাইবার অপরাধে আর্থিক প্রতারণার শিকার হলে, এবার থেকে পুলিশের পাশাপাশি ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’ (এনসিআরপি)-এ অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে লালবাজার। অভিযোগকারীরা যাতে কেন্দ্রীয় এই পোর্টালে অভিযোগ করতে কোনও সমস্যায় না পড়েন, সেজন্য তাঁদের সাহায্য করবেন পুলিশ আধিকারিকরা।

লালবাজার সূত্রে খবর, সাইবার অপরাধের শিকার অনেকেই খোয়া যাওয়া টাকা আর ফিরে পান না। তবে এনসিআরপি পোর্টালে অভিযোগ জানালে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই কারণেই কলকাতার প্রতিটি থানা ও সাইবার থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, অভিযোগকারীদের বিষয়টি জানাতে হবে এবং তাঁদের সচেতন করতে হবে। পাশাপাশি, কলকাতা পুলিশের ওয়েবসাইটে এনসিআরপি পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে। যার মাধ্যমে সহজেই অভিযোগ দায়ের করা যাবে।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় সাইবার অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীদের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট লিঙ্ক বা অশালীন পোস্টের স্ক্রিনশট তুলে রাখার পরামর্শও দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। সেই সঙ্গে, অভিযোগ দায়েরের সময় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে অভিযোগকারীর সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ রাখার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে। এই নতুন নির্দেশিকার ফলে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই আরও কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

Advertisement