• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জোরে জোরে হর্ন বাজিয়ে সঞ্জয়ের কণ্ঠরোধের চেষ্টা পুলিশের

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নামে বিস্ফোরক অভিযোগ এনেছিল আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়।

আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়। ফাইল চিত্র।

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নামে বিস্ফোরক অভিযোগ এনেছিল আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। গত ৪ নভেম্বর শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময়ে সরব হয়ে ওঠে সঞ্জয়। তার অভিযোগ, তাকে ‘ফাঁসিয়েছেন’ বিনীত গোয়েল। তার পরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। তাকে পুলিশের বিশেষ গাড়িতে করে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

সঞ্জয় যাতে ‘আলটপকা’ আর কিছু বলতে না পারে, তাই ১২ নভেম্বরে শুনানিতেই বিশেষ ব্যবস্থা নেয় পুলিশ। ১৮ নভেম্বরের শুনানির আগে সঞ্জয়ের মুখ আটকাতে পুলিশি ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়। সঞ্জয়কে আদালতে ঢোকানোর সময়ে গাড়িতে জোরে জোরে চাপড় মারতে থাকে পুলিশ। সজোরে বাজানো হতে থাকে গাড়ির হর্ন। এই সমবেত ক্যাকোফনিতে যাতে সঞ্জয়ের কণ্ঠ চাপা পড়ে যায়, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Advertisement

এমনকী, সঞ্জয়কে নিয়ে আসার সময়েও বিশেষ সতর্কতা দেখা যায়। প্রিজন ভ্যানের বদলে তাকে নিয়ে আসা হয় কালো কাচ তোলা পুলিশের গাড়িতে।

Advertisement

Advertisement