বাইক যাত্রীদের মাথার হেলমেট খুলিয়ে, তাঁদের সামনে তাঁদের হেলমেট হাতুড়ি দিয়ে ভেঙে, সেই হেলমেটের মান কেমন তা প্রমাণ করল কলকাতা পুলিশ। শুধু তাই নয়, সেই ‘মানসম্মত নয়’ এমন হেলমেটের বিনিময়ে বাইক চালককে দেওয়া হল নতুন হেলমেটও। শুক্রবার ছিল পথ নিরাপত্তা সপ্তাহের চতুর্থ দিন। এই দিন গড়িয়া ট্রাফিক গার্ডের তরফ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একটি অভিনব কর্মসূচির আয়োজন করা হয়।
গড়িয়া ট্রাফিক গার্ড এর অন্তর্গত রাস্তায় যে সমস্ত বাইক চালকেরা মাথায় ‘মানসম্মত নয়’ বা আইএসআই চিহ্ন নেই এমন হেলমেট পড়ে যাচ্ছিলেন, তাঁদেরকে দাঁড় করিয়ে প্রথমে তাঁদের কাছ থেকে মাথার হেলমেটটি চাওয়া হয়। তারপর একজন ট্রাফিক পুলিশ ওই বাইক চালকের সামনেই তাঁর হেলমেটের ওপরে হাতুড়ি দিয়ে আঘাত করে বোঝানোর চেষ্টা করছিলেন ওই হেলমেটটি কতটা ‘ হালকা’, যে হাতুড়ির এক আঘাতেই ভেঙ্গে যাচ্ছে। তবে শুধু বাইক চালকের হেলমেটটি ভাঙ্গা হচ্ছিল এমনটা নয়।
Advertisement
তার বিনিময়ে কলকাতা পুলিশের তরফ থেকে ওই বাইকের চালককে দেওয়া হচ্ছিল নতুন একটি ‘মানসম্মত’ হেলমেট। এবং ওই বাইক চালকের সামনে তুলে ধরা হচ্ছিল, বাইক চালানোর সময় হেলমেটের গুরুত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়িয়া ট্রাফিক গার্ডের ওসি শেখ নাজমুল হোসেন ও অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার( ট্রাফিক) সঞ্জয় সাহা।
Advertisement
গড়িয়া ট্রাফিক গার্ডের ওসি শেখ নাজমুল হোসেন জানিয়েছেন, ” বড় দুর্ঘটনা ঘটলেও, মাথায় যদি হেলমেট থাকে তাহলে অনেক সময় চালকেরা প্রাণে রক্ষা পায়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাইক চালকেরা ‘মানসম্মত’ হেলমেট পড়েন না। তাই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। “
Advertisement



