• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পুলিশ বাহিনীকে সতর্ক করল লালবাজার

কলকাতা শহরের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তাজনিত বিষয় নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইল চিত্র।

ভারত-পাক যুদ্ধের আবহে রাজ্যের পুলিশবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ এ বিষয়ে পুলিশকর্মীদের বার্তা দিয়েছেন। রাজ্যের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই মর্মে রাজ্যের সব লোকাল থানায় ইতিমধ্যেই নির্দেশিকা গিয়েছে। দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছে লালবাজার। কলকাতা শহরের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তাজনিত বিষয় নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। এই নিয়েও লালবাজারের তরফে বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে। অহেতুক মানুষের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ এসেছে। পাশাপাশি এ রকম ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

অপ্রীতিকর পরিস্থিতিতে পুলিশের ভূমিকা সম্পর্কেও প্রাথমিক নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংগঠন ও ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে পুলিশকে। এছাড়াও মানুষকে সর্বাত্মক সাহায্য প্রদান করতে হবে। বিশেষ করে রাতের বেলায় পুলিশকে বেশি করে সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement

Advertisement