• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ঐতিহাসিক বাড়ি রক্ষায় উদ্যোগী কলকাতা পুরসভা

বিধবা বিবাহের প্রথম ঠিকানাসহ

কলকাতার বুকে লুকিয়ে থাকা ইতিহাস খুঁজে পেতে এবার আরও তৎপর হয়েছে কলকাতা পুরসভার হেরিটেজ বিভাগ। শহরের ঐতিহ্যবাহী বাড়িগুলিকে সংরক্ষণ করার জন্য তালিকাভুক্তির কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে শহরের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্যের সন্ধান মিলেছে। ৪৮এ, কৈলাস বোস স্ট্রিটে রয়েছে একটি পুরনো বাড়ি। যেখানে ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল প্রথম বিধবা বিবাহ।

পুরসভার হেরিটেজ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, বহু পুরনো এই বাড়িটি ছিল রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই সমাজ সংস্কারক বিদ্যাসাগরের ঐকান্তিক প্রয়াসে প্রথম বিধবা বিবাহের পথ খুলে গিয়েছিল। পটলডাঙ্গার লক্ষ্মীমণি দেবীর কন্যা কালিমতীর সঙ্গে প্রখ্যাত পণ্ডিত রামধন তর্কবাগীশের পুত্র শ্রীচন্দ্র বিদ্যারত্নের এই বিবাহ ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয়। সে সময় ব্রিটিশ সরকার বিদ্যাসাগরের অনুরোধে বিধবা বিবাহ আইন প্রণয়নে বাধ্য হয়।

Advertisement

এই বাড়ি এতদিন কলকাতা পুরসভার তালিকাভুক্ত হেরিটেজ ভবনের মধ্যে ছিল না। পুরসভার হেরিটেজ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, ‘এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এত গুরুত্বপূর্ণ একটি ইতিহাস এতদিন অবহেলিত ছিল। এখন দ্রুততার সঙ্গে এই বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে হেরিটেজ এক্সপার্ট কমিটির কাছে পাঠানো হবে। তারাই সিদ্ধান্ত নেবেন বাড়িটি কোন শ্রেণির হেরিটেজ তকমা পাবে।’

Advertisement

বর্তমানে বাড়িটিতে কেউ বসবাস করেন না, বাড়ির মালিক রয়েছেন কলকাতার বাইরে। বাড়ি এখন তালাবদ্ধ। কলকাতা পুরসভার কর্মকর্তারা বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। শীঘ্রই সম্পূর্ণ ইতিহাস ও গঠন বিশ্লেষণ করে এটিকে হেরিটেজের আওতায় আনা হবে বলে জানান পুরসভার কর্মকর্তারা।

Advertisement