• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর আগে বিশেষ প্রস্তুতিতে কলকাতা পুরসভা

দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। পুজোর দিনগুলো যাতে নির্বিঘ্নে কাটে, সেই কারণে বিশেষ পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা।

ফাইল চিত্র

দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। পুজোর দিনগুলো যাতে নির্বিঘ্নে কাটে, সেই কারণে বিশেষ পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই পরিকল্পনা কার্যকর থাকবে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, রাস্তা মেরামতির জন্য ১৬টি লরি এবং একটি রোড রোলার বরাদ্দ রাখা হয়েছে। জল জমার সমস্যা সামাল দিতে বিশেষ আধিকারিকদের তত্ত্বাবধানে ২৭০টি ৩ ইঞ্চি ও ৩১০টি ৪ ইঞ্চি ব্যাসের পাম্প মোতায়েন থাকবে।

Advertisement

ময়লা পরিষ্কারের জন্য নামানো হবে ৫৬ ৫টি ট্রাক। রোড সুইপার, স্প্রিঙ্কলার, অটো টিপার, পে-লোডার ও বুলডোজার মজুত থাকবে। বিশেষ নজর দেওয়া হবে বিসর্জনের ঘাটগুলিতে। ফুল ও অন্যান্য আবর্জনা দ্রুত সরানোর জন্য তৈরী থাকবে হাইড্রোলিক ক্রেন।

Advertisement

শহরের গুরুত্বপূর্ণ জায়গায় এবং হাসপাতালের কাছে মজুত রাখা হবে একাধিক অ্যাম্বুল্যান্স ও শববাহী গাড়ি। বিপজ্জনক বাড়ি চিহ্নিত হলে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে ডেমোলিশন স্কোয়াড। পাশাপাশি শহরের বেশ কয়েকটি জায়গায় গাছ কাটার টিম, লরি ও মই-সহ মোতায়েন থাকবে।

রাস্তা, পার্ক ও বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হবে। অবৈধ পার্কিং রুখতে মাঠে নামবে ২০টি গ্রিন পুলিশ ইউনিট। জল সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় রাখা হবে ৭২টি ওয়াটার ট্যাঙ্ক।

পুরসভার সব অফিসার ও ফিল্ড ইঞ্জিনিয়ারদের পুজোর সময় ছুটি বাতিল করা হয়েছে। শহরবাসী কোনও সমস্যায় পড়লে সরাসরি পুরসভার কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

Advertisement