• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পার্পল লাইনে বাড়ল মেট্রো

সোমবার থেকে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত লাইনে ২০টি করে মোট ৪০টি ট্রেন চালানো হচ্ছে। শুক্রবার একটি বিবৃতি জারি করে জানিয়েছে কলকাতা মেট্রো।

প্রতীকি চিত্র।

পার্পল লাইনে ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। সোমবার থেকে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত লাইনে ২০টি করে মোট ৪০টি ট্রেন চালানো হচ্ছে। শুক্রবার একটি বিবৃতি জারি করে জানিয়েছে কলকাতা মেট্রো।

এতদিন এই লাইনে সারাদিনে মোট ১৮টি ট্রেন চলাচল করত। আপ লাইনে ৯টি এবং ডাউন লাইনে ৯টি। ৫০ মিনিটের ব্যবধানে একটি করে ট্রেন পাওয়া যেত। যাত্রীদের সুবিধার কথা ভেবে সোমবার থেকে ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এ বার ২২ মিনিট পর পর দুই লাইনেই ট্রেন চালানো হবে। তবে আগের মতোই শনি ও রবিবার এই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

Advertisement

মাঝেরহাট থেকে জোকার উদ্দেশে যাওয়ার প্রথম ট্রেনটি সকাল ৮টা ৫৫ মিনিটের পরিবর্তে ৮টা ২৭ মিনিটে ছাড়বে। জোকা থেকে সাড়ে ৮টার সময় ছাড়বে ট্রেন। এই ট্রেনের সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। অপরদিকে মাঝেরহাট থেকে দিনের শেষ ট্রেন বিকেল ৩টে ৩৫ মিনিটের পরিবর্তে ৩টে ২৮ মিনিটে ছাড়বে। পাশাপাশি জোকা থেকে দিনের শেষ মেট্রো ৩টে ১০ মিনিটের পরিবর্তে ছাড়বে ৩টে ২৮ মিনিটে।

Advertisement

Advertisement