• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জোর করে গর্ভপাত, গ্রেপ্তার কলকাতা মেডিক্যালের পড়ুয়া

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে কলকাতা মেডিক্যাল কলেজের এক পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কলকাতা মেডিক্যাল কলেজ। ফাইল চিত্র।

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে কলকাতা মেডিক্যাল কলেজের এক পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পিজিটি ইন্টার্ন। বৃহস্পতিবার কলেজের ক্যাম্পাস থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাটুলি মহিলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মালদহের বাসিন্দা। বৌবাজার থানা এলাকায় নিউ বয়েজ় হস্টেলে তিনি থাকেন। তিন মাস আগে অভিযোগকারী যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয়। যুবতীও কলকাতার বাসিন্দা নন। ধীরে ধীরে দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তৈরি হয় প্রেমের সম্পর্ক। অভিযোগ, এরপর যুবতীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন কলকাতা মেডিক্যাল কলেজের ওই পড়ুয়া। এর ফলে তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই যুবতী। প্রতিবারই তাঁকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ ওঠে কলকাতা মেডিক্যালের পিজিটি ইন্টার্নের বিরুদ্ধে।

Advertisement

সম্প্রতি বান্ধবীর সঙ্গে দুরত্ব বাড়াচ্ছিলেন অভিযুক্ত যুবক। এরপরই পুলিশে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন যুবতী। তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে পাটুলি মহিলা থানার পুলিশ। অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তাঁর মেডিক্যাল পরীক্ষাও করান তদন্তকারীরা। এরপর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর উপযুক্ত তথ্যপ্রমাণ জোগাড় করে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement