ক্রিস্টোফার রোডের বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি নিয়ে কলকাতা পুরসভা করল কড়া পদক্ষেপ। পুরসভার আইনে ৪১১/২ ধারায় সবুজ বাড়ি অর্থাৎ ‘পুষ্পাঞ্জলি রেসিডেন্সি’-কে তিন দিনের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বাড়িটির গঠন অত্যন্ত বিপজ্জনক এবং এটি পাশের সাদা বাড়ির দিকে হেলে রয়েছে। রবিবার অথবা সোমবার থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হতে পারে।
পুরসভার ইঞ্জিনিয়ারদের দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সবুজ বাড়িটি বসবাসের উপযোগী নয়। বাড়িটির মালিক ও বাসিন্দাদের দ্রুত বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা এবং পড়শি বাড়ির নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
অন্যদিকে, সবুজ বাড়ির পাশের সাদা বাড়ি, যা এখনও নির্মীয়মান অবস্থায় রয়েছে, তাতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। বিল্ডিং কোড অনুযায়ী নির্মাণের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। কলকাতা পুরসভা সাদা বাড়ির মালিককে ৪০১ ধারায় নোটিশ জারি করেছে। বেআইনিভাবে তৈরি হওয়া অংশ ভেঙে ফেলার জন্য পুরসভার ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে পরিকল্পনা করা শুরু করে দিয়েছে।
Advertisement
বুধবার মেয়র এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি বাড়ির মালিক ও বাসিন্দাদের কোনও আপত্তি থাকে, তবে ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে হবে। বাড়ির নির্মাণ নিয়ে আগে সংশ্লিষ্ট এলবিএস-কে শো-কজ করা হয়েছিল। ঘটনায় কলকাতা পুরসভা বাড়ির মালিক ও বাসিন্দাদের সহযোগিতা করার আবেদন জানিয়েছে।
Advertisement



