• facebook
  • twitter
Sunday, 18 May, 2025

অসুস্থ স্ত্রীর দায় এড়ালেন স্বামী, আদালতে হাসপাতাল

পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে ফেরত নিতে নারাজ স্বামী। দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে হাসপাতালের বেডে শুয়েই দিন কাটাচ্ছেন পক্ষাঘাতগ্রস্ত মহিলা।

কলকাতা হাইকোর্ট। ফাইল চিত্র।

পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে ফেরত নিতে নারাজ স্বামী। দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে হাসপাতালের বেডে শুয়েই দিন কাটাচ্ছেন পক্ষাঘাতগ্রস্ত মহিলা। বীমার টাকা কবেই ফুরিয়েছে। এদিকে হাসপাতালের বিলের পরিমান এক কোটি টাকা। স্ত্রীকে ভর্তি করিয়ে খানিক চিকিৎসার পরই দায় এড়িয়েছেন স্বামী। হাসপাতাল কর্তৃপক্ষ স্বামীর কাছে বারবার ওই মহিলার দায়িত্ব নেওয়ার আর্জি জানিয়েও কোনো ফল পায়নি। শেষ পর্যন্ত তারা পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলারি কমিশনের দ্বারস্থ হয়েছেন।

জানা গিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় বছর চল্লিশের ওই মহিলাকে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর মাথায় ভয়ানক চোট ছিল। বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়। এমনকি নিউরো সার্জারিও করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর তাঁর প্রাণ ফেরানো সম্ভব হলেও তাঁকে সম্পূর্ণরূপে সুস্থ করা যায়নি। বাকশক্তি হারানোর পাশাপাশি ওই মহিলার শরীরের নিম্নাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এমতাবস্থায় পিছু হটেন স্বামীও। সেই থেকে হাসপাতালের নার্সরাই দেখভাল করছেন রোগীর। কিন্তু এইভাবে ক’দিন? বেসরকারি হাসপাতালে বিনাখরচায় এতদিন রোগীর দেখভাল করা হয় না। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলারি কমিশনের দ্বারস্থ হন। নিয়ন্ত্রক সংস্থা স্বামীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি হাজির হননি। এরপরই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষকে আদালতে যেতে বলেন।

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নে স্বামী জানিয়েছেন, তাঁর একটি ছোট দোকান আছে। রোজগার তেমন নেই। অসুস্থ শয্যাশায়ী স্ত্রীর দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে সম্ভব না। এদিকে বেসরকারি হাসপাতালের দাবি, বিনাপয়সায় রোগীর দেখভালের ব্যবস্থা তাদের নেই। সেক্ষেত্রে বিচারপতি ৯ এপ্রিল অ্যাডভোকেট জেনারেলকে তলব করেছেন। এমন রোগীকে দেখভাল করার ব্যবস্থা রাজ্যে কোথায় আছে তা জানার চেষ্টা করা হবে। পাশাপাশি, স্বামীকেও আদালতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ওই মহিলাকে এতদিন নিজের মতো করে শুশ্রুষা করার জন্য অ্যাপোলো হাসপাতালের নার্সদের কুর্নিশ জানানো হয়েছে।