• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

রাগ করে বাপের বাড়িতে স্ত্রী, অস্বাভাবিক মৃত্যু স্বামীর

২০ বছর আগে বিয়ে হয় পেশায় জমি-জায়গার দালাল উত্তম বারিক এবং সঙ্গীতা বারিকের মধ্যে। সংসারে সচ্ছলতা থাকলেও মাসখানেক ধরে সেই অর্থে আয় হচ্ছিল না।

মাসখানেক ধরে সংসারে চলছিল আর্থিক সংকট। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল নিত্য দিনের ব্যাপার। সেই কারণে বৃহস্পতিবার স্ত্রী রাগ করে চলে যান বাপের বাড়ি। এরপর শুক্রবার সকালে বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রৌঢ়কে। মৃতের নাম উত্তম বারিক (৫২)। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন উত্তম।

স্থানীয় সূত্রে খবর, ২০ বছর আগে বিয়ে হয় পেশায় জমি-জায়গার দালাল উত্তম বারিক এবং সঙ্গীতা বারিকের মধ্যে। সংসারে সচ্ছলতা থাকলেও মাসখানেক ধরে সেই অর্থে আয় হচ্ছিল না। সংসার চালাতে হিমসিম খাচ্ছিলেন উত্তম বারিক। এলাকায় হয়েছিল ধারও। আর তা নিয়ে দম্পতির মধ্যে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। বৃহস্পতিবার সকালে তা নিয়ে আবার অশান্তি লাগলে স্বামীর উপর রাগ করে বারুইপুরের বোড়াল এলাকায় নিজের বাপের বাড়িতে চলে যান সঙ্গীতা বারিক। তারপর থেকে আরও যোগাযোগ হয়নি দুজনের।

Advertisement

অন্যদিকে শুক্রবার সকালে স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেননি উত্তমবাবু। পরে এলাকারই এক যুবককে স্বামীর খোঁজ নিতে পাঠালে দেখা যায় ঘরের দরজা জানলা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন উত্তম বারিক।

Advertisement

Advertisement