• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবায় ‘স্নেহবন্ধন কার্ড’ এইচপি ঘোষ হাসপাতালের

এইচপি ঘোষ হাসপাতালের পক্ষ থেকে এই  'স্নেহবন্ধন কার্ড' চালু করা হল একটি অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সল্টলেকের বাসিন্দা বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

প্রতীকী চিত্র

কলকাতার সল্টলেকের একটি মাল্টি স্পেশালিটি স্বাস্থ্যসেবা প্রদানকারী এইচপি ঘোষ হাসপাতাল প্রবীণ নাগরিকদের জন্য ‘স্নেহবন্ধন কার্ড’ চালু করার কথা ঘোষণা করেছে। এই পরিষেবার মাধ্যমে প্রবীণদের জন্য উন্নতমানের চিকিৎসা সর্বোত্তম মূল্যে প্রদান করা হবে। আজীবনের জন্য এককালীন তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি এবং তিন বছরের জন্য সদস্যপদ ফি তিনশো টাকার বিনিময়ে প্রবীণ কার্ডধারীরা হাসপাতালের বিভিন্ন পরিষেবায় অগ্রাধিকার পাবেন। বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ ছাড়ও পাওয়া যাবে।

২৪ ঘন্টা মেডিক্যাল ইমার্জেন্সিতে জরুরি চিকিৎসার জন্য রয়েছে নির্দিষ্ট ফোন নম্বর। প্রয়োজনে পাওয়া যাবে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবার সুবিধা। নামমাত্র ৫০০ টাকায় ফোনের মাধ্যমে চিকিৎসা বিষয়ক পরামর্শ পাওয়ার সুবিধা পাবেন এই কার্ডধারী প্রবীণ নাগরিকরা। এছাড়াও হাসপাতালের একটি হোম কেয়ার প্রতিনিধিদল মাসে একবার বিনামূল্যে প্রবীণদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করবেন। ওষুধ কেনাকাটার ক্ষেত্রে দশ শতাংশ ছাড় এবং পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিনামূল্যে হোম-ডেলিভারি দেওয়া হবে। এছাড়াও আউটডোর পরামর্শে ২০ শতাংশ ছাড় এবং ইন্ডোর তদন্তে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। বিশেষ স্বাস্থ্যপরীক্ষার প্যাকেজ হিসেবে বাড়িতে গিয়ে স্বাস্থ্যপরীক্ষার জন্য মাত্র ৮৫০ টাকা এবং হাসপাতালে ১৫০০ টাকা দিতে হবে। টিকাদানের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এইচপি ঘোষ হাসপাতালের পক্ষ থেকে এই  ‘স্নেহবন্ধন কার্ড’ চালু করা হল একটি অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সল্টলেকের বাসিন্দা বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। প্রবীণদের জন্য হাসপাতালের এই বিশেষ উদ্যোগের প্রশংসা করেন তিনি।  ‘স্নেহবন্ধন কার্ড’-এর বিশেষ পরিষেবার কথা জানান হাসপাতালের সহযোগী পরিচালক সুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ডা: দীপঙ্কর দেবনাথ, ডা: অংশুমান মুখোপাধ্যায়, ডা: সুমিত সেনগুপ্ত ও ডা: পিনাকী বন্দ্যোপাধ্যায়।