‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করে সরাসরি মেয়র ফিরহাদ হাকিমকে অভিযোগ জানালেন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজিত কুমার সামন্ত। অভিযোগ, তাঁদের ওয়ার্ডে একটি অত্যন্ত পুরনো ও বিপদজনক বাড়ির গায়ে হোর্ডিং লাগিয়েছে একটি বেসরকারি সংস্থা। বাড়িটি এতটাই জীর্ণ যে, যেকোনও সময় ধসে পড়তে পারে। আর সেক্ষেত্রে রাস্তার ওপর ভেঙে পড়তে পারে সেই হোর্ডিংটি, যা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর আরও অভিযোগ, হোর্ডিংটির একাংশ বাইরের দিকে অনেকটা ঝুলে রয়েছে, যা পথচলতি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিপজ্জনক।
Advertisement
অভিযোগ শোনার পর মেয়র ফিরহাদ হাকিম সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বাস দেন, মানুষের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না।
Advertisement
Advertisement



