• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

আর্থিক প্রতারণা মামলায় মিঠুনকে রক্ষাকবচ হাইকোর্টের

আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আদালতে রাজ্যকে এই মামলার কেস ডায়েরি জমা দিতে হবে। ওই দিন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

ফাইল চিত্র

অভিনেতা ও প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলায় রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে চিৎপুর থানায় দায়ের হওয়া তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে এখনই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও রায় দেওয়া হয়েছে। আদালত রাজ্যের কাছে এই মামলার কেস ডায়েরি তলব করেছে।

বুধবার হাই কোর্টে জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানির সময় বিচারপতি জানিয়েছেন, আপাতত মিঠুন রক্ষাকবচ পাবেন। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আদালতে রাজ্যকে এই মামলার কেস ডায়েরি জমা দিতে হবে। ওই দিন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। পুলিশ এই অভিযোগের তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না।

Advertisement

জানা গিয়েছে, অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর দুটি হোটেল রয়েছে। তার মধ্যে একটি রয়েছে তামিলনাড়ুর উটিতে এবং অন্যটি রয়েছে কার্শিয়াঙে। সেই হোটেলের অন্দরসজ্জা নিয়েই এই বিবাদ। মিঠুনের প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী এবং তাঁর স্ত্রী অভিযোগ করেছেন, ওই দুটি হোটেলের অভ্যন্তরীণ সাজ-সজ্জার কাজ করিয়েছিলেন মিঠুন। তাতে কয়েক লক্ষ টাকার অতিরিক্ত বিল হয়েছিল। কিন্তু চুক্তির বাইরে থাকা অংশের কাজের টাকা দেননি মিঠুন। এই অভিযোগে মিঠুনের প্রাক্তন সচিব তাঁর বিরুদ্ধে চিৎপুর থানায় আর্থিক প্রতারণার অভিযোগে এফআইআর করেছিলেন। এরপরই সেই এফআইআর খারিজ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন তৃণমূল সাংসদ এবং বর্তমান বিজেপি নেতা।

Advertisement

Advertisement