হাসপাতালের এক কর্মীর অন্য বিভাগে বদলি। তার রাগ গিয়ে পড়ল সহকারী সুপারের উপর। প্রাণঘাতী হামলায় গুরুতর জখম হয়েছেন ওই সহকারী সুপার উজ্জ্বল দে। তিনি এখন জেলা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে দার্জিলিং জেলা হাসপাতালে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। জিটিএ-র স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সদস্য রাজেশ চৌহানও খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকেলে সহকারী সুপার উজ্জ্বল দে হাসপাতালে প্রবেশ করছিলেন। সেই সময় স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ রাই পিছন থেকে খুকরি নিয়ে এই প্রাণঘাতী হামলা চালান। তাঁর আচমকা এই আক্রমণে লুটিয়ে পড়েন উজ্জ্বলবাবু। তখন অন্যরা এসে তাঁকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে মাথায় চারটে সেলাই পড়ে।
জিটিএ-র স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সদস্য রাজেশ চৌহান বলেন, ‘এ জিনিস বরদাস্ত করা হবে না। পুলিশ আইন মেনে পদক্ষেপ করবে।’ যদিও অভিযুক্ত স্বাস্থ্যকর্মী হামলার কথা স্বীকার করে দাবি করেন, তাঁকে অনৈতিকভাবে সহকারী সুপার এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করেছেন। তারই বদলা নিতে তিনি হামলা চালিয়েছেন।