• facebook
  • twitter
Saturday, 24 January, 2026

গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, বেতনের টাকায় শিক্ষার আলো ছড়ালেন প্রধান শিক্ষক

সব মিলিয়ে, ফুলবাড়ি শীতলা হাইস্কুলের এই অনুষ্ঠান শুধু একটি সম্মাননা সভা নয়— তা হয়ে উঠেছে শিক্ষার মাধ্যমে সমাজ বদলের এক শক্তিশালী বার্তা।

নিজস্ব চিত্র

সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন গঙ্গাসাগর দ্বীপের কচুবেড়িয়ার ঘাট সংলগ্ন ফুলবাড়ি শীতলা হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)-এর প্রধান শিক্ষক ভোলানাথ দাস। নিজের বেতনের টাকা থেকেই তিনি আর্থিক অনুদান তুলে দিলেন বিদ্যালয়ের গরিব ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে।

সরস্বতী পুজো উপলক্ষে ফুলবাড়ি শীতলা হাইস্কুলে অনুষ্ঠিত হয় ‘শিশু ক্ষমতায়ন ও কৃতি সম্মাননা অনুষ্ঠান – ২০২৬’। এই অনুষ্ঠানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়, যারা শিক্ষা, নিয়মিত উপস্থিতি, চরিত্র গঠন এবং সহ-পাঠক্রমিক কার্যকলাপে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।

Advertisement

অনুষ্ঠানের মধ্যেই বিদ্যালয়ের পিছিয়ে পড়া ও দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ভোলানাথ বাবু তাঁর নিজস্ব বেতনের টাকা থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এই মানবিক উদ্যোগে গরিব ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রী উপকৃত হয়েছে, যা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন আশা ও সাহস জুগিয়েছে।
শিক্ষার্থীদের অভিভাবকরা প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শুধু আর্থিক সহায়তা নয়, এমন মানবিক দৃষ্টান্তই আমাদের সন্তানদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস গড়ে তোলে।”

Advertisement

বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ আগামী দিনে একটি প্রেরণার উদাহরণ হয়ে উঠবে। এই অনুষ্ঠান কেবল ছাত্রছাত্রীদের কৃতিত্বকে স্বীকৃতি দেয়নি, বরং তাদের দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পথেও অনুপ্রেরণা জুগিয়েছে।

শিক্ষক ভোলানাথ দাস বলেন, “এই বছর আমি এই উদ্যোগ শুরু করলাম। যতদিন এই স্কুলে থাকব আগামী দিনগুলোতেও প্রতি বছর গরিব ও পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”

Advertisement