কলকাতার একের পর এক হেলে পড়া বাড়ি নিয়ে উদ্বেগ বাড়ছে পুরসভার। শহরের বিভিন্ন এলাকায় বহু বহুতল বিপজ্জনকভাবে পাশের ভবনের দিকে হেলে পড়েছে, যা যে কোনও মুহূর্তে দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে বাঘাযতীন এলাকায় বাড়ি হেলে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুরসভা হরিয়ানার একটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলে এবং সেই সংস্থার তিন কর্মীকে গ্রেফতারও করা হয়। তবে এখন প্রশ্ন, কীভাবে এই হেলে পড়া বাড়িগুলোকে সোজা করা হবে? এই সমস্যার সমাধান খুঁজতেই এবার অন্য এক হরিয়ানার সংস্থার পরামর্শ নিচ্ছে পুরসভা।
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি ওই সংস্থার কর্ণধারের সঙ্গে আলোচনায় বসেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের হেলে পড়া বাড়িগুলো কীভাবে সঠিক প্রক্রিয়ায় স্থিতিশীল করা যায়, সে বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে ওই সংস্থা। ডিজি বিল্ডিং উজ্জ্বল সরকারকে সেই রিপোর্ট পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, বাঘাযতীনের হেলে পড়া ভবনটি সোজা করার সময় যথাযথ নিয়ম মানা হয়নি। সেখানে দ্রুত ফ্ল্যাট বিক্রির উদ্দেশ্যে প্রোমোটার অবৈজ্ঞানিকভাবে ভবনটিকে সোজা করার চেষ্টা করেছিলেন, যার ফলে বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নির্মাণের আগে সঠিকভাবে মাটির পরীক্ষা করা অত্যন্ত জরুরি, যা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে।
হেলে পড়া বাড়ির ঘটনা ক্রমেই বাড়তে থাকায় কলকাতা পুরসভা বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবার আরও সতর্কভাবে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আধুনিক প্রযুক্তির সাহায্যে স্থায়ী সমাধানের পরিকল্পনা করা হচ্ছে।