সম্প্রপ্তি বড়দিনের রাতে এক কলেজ পড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারের অভিযোগ উঠেছিল গলফগ্রিন থানা এলাকার পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাতের শহরে দুষ্কৃতী তাণ্ডব। সূত্রের খবর, রাতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় হরিদেবপুর এলাকায়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানো হয়। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে দু’জনকে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে হরিদেবপুরের তারামণি ঘাট রোডের পাশে এক মাঠে ক্রিকেট প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল স্থানীয় দুই ক্লাব। স্থানীয়দের অভিযোগ, সেই সময় হঠাৎ করে বচসা শুরু হয় দুই দলের মধ্যে। তখনই আগ্নেয়াস্ত্র বের করে এক পক্ষকে ভয় দেখাতে শুরু করে অপরপক্ষ।
Advertisement
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের একাংশের দাবি, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়েই ঝামেলা বাধে দুই পক্ষের মধ্যে। আর তাতেই এই উত্তেজনা। শুধু তাই নয়, অভিযোগ বন্দুকের হাতল দিয়ে মাথায় আঘাত করা হয় মৃগাঙ্ক সর্দার নামের এক যুবককে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। কী নিয়ে বচসা, কীভাবে আগ্নেয়াস্ত্র হাতে এল? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement



