• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

রায়মঙ্গল নদী থেকে উদ্ধার বিশালাকার শঙ্কর মাছ

একদিনের মাছ বিক্রি করে একসঙ্গে এতো টাকা পেয়ে আনন্দিত প্রদীপবাবু

বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বিশালাকার শঙ্কর মাছটি।

সুন্দরবন অঞ্চলে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল মস্ত বড় এক শঙ্কর মাছ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদী থেকে মাছটি পাওয়া গিয়েছে। মাছটির ওজন প্রায় ৭৫ কেজি। বুধবার হিঙ্গলগঞ্জের স্থানীয় মৎস্যজীবী প্রদীপ হালদারের জালে শঙ্কর মাছটি ধরা পড়ে। এতবড় মাছ দেখে নিকটবর্তী মাছের বাজারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ওই বাজারে ৩০ হাজার টাকা দামে এই মাছটি বিক্রি হয়। একদিনের মাছ বিক্রি করে একসঙ্গে এতো টাকা পেয়ে আনন্দিত প্রদীপবাবু।

তবে এই প্রথম নয়, তিনদিন আগে এর চেয়েও বড় প্রায় দেড় কুইন্টাল ওজনের আরেকটি শঙ্কর মাছ উদ্ধার হয় এই রায়মঙ্গল নদী থেকে। সেটিও প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়।