• facebook
  • twitter
Monday, 8 December, 2025

জি.ডি. বিড়লা সেন্টার ফর এডুকেশন-এ শীতকালীন কার্নিভাল

গোটা দিন জুড়ে ছিল মজার খেলা, প্রতিযোগিতা, সুস্বাদু খাবার এবং দারুণ বিনোদনের আয়োজন।

জিডি বিড়লা স্কুলে হওয়া শীতকালীন কার্নিভাল। নিজস্ব চিত্র।

জি.ডি. বিড়লা সেন্টার ফর এডুকেশন শনিবার তাদের শীতকালীন কার্নিভাল উদযাপন করে। এদিনের অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী -সহ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরাও উপস্থিত ছিলেন। গোটা দিন জুড়ে ছিল মজার খেলা, প্রতিযোগিতা, সুস্বাদু খাবার এবং দারুণ বিনোদনের আয়োজন।

তাদের এবারের কার্নিভাল ছিল বিশেষ। বিদ্যালয়ের তরফে ‘শৈশব’ এনজিও-র সাহায্যে ৪০ জন অনাথ শিশুকে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। শিশুদের জন্য দিনটিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়।

Advertisement

বিদ্যালয়ের অধ্যক্ষ ক্রেগ লুকাস বলেন, ‘এই কার্নিভালটি ভিন্ন। কারণ এটি শুধুমাত্র মজা, ভোজ এবং উৎসবের জন্য নয়, বরং সবুজায়ন প্রচার করা, উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সমাজের প্রতি দায়বদ্ধতা প্রদর্শনের জন্য’।

Advertisement

এদিনে অনুষ্ঠানে অভিভাবক ও প্রাক্তন ছাত্রদের জন্য একটি মঞ্চ বানানো হয়। যেখানে তাঁরা তাদের ব্যবসা প্রদর্শন, অংশগ্রহণকারীদের সাথে নেটওয়ার্ক তৈরি এবং উন্নয়নের সুযোগ পেয়েছেন।

অধ্যক্ষের সংযোজন, ‘যারা এই প্রতিষ্ঠানের ঐতিহ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই অবসরপ্রাপ্ত শিক্ষকরাও উদযাপনে যোগ দিয়েছেন, যা এদিনের অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলেছে।’

Advertisement