• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেহালার গর্ব প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশীষ চক্রবর্তী

সম্প্রতি পাটেয়া থাইল্যান্ডে ইউওয়াইএসএফ এর এই যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দেবাশীষ চক্রবর্তী অংশগ্রহণ করেছিলেন।

ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন এশিয়া স্পেসিফিক ২.০ যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ৬৬ থেকে ৭০ বয়সী পুরুষ বিভাগে স্বর্ণপদক অর্জন করলেন বেহালা ছোটবাজার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দেবাশীষ চক্রবর্তী। তিনি রবীন্দ্রনগর ক্ষেত্রমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। দেবাশীষ বাবু একজন ক্রীড়া প্রেমী, স্কুল জীবন থেকেই নানারকম খেলাধুলার পারদর্শী ছিলেন। খো খো থেকে কাবাডি তিনি বাংলার হয়ে খেলেছেন এবং বাংলা দলের কোচের দায়িত্বেও ছিলেন, এছাড়াও তিনি পাঁচ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।

সম্প্রতি পাটেয়া থাইল্যান্ডে ইউওয়াইএসএফ এর এই যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দেবাশীষ চক্রবর্তী অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে এই বয়সে সকলকে তাক লাগিয়ে অর্জন করে নিলেন স্বর্ণপদক। ভারত থেকে প্রায় ১০০জন প্রতিযোগী এই যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট ২৫টি বিভাগে এই যোগাসন প্রতিযোগিতা হয় ৫ থেকে ৭০ ঊর্ধ্বে বয়সী বালক -বালিকা, মহিলা ও পুরুষ আলাদা আলাদা বিভাগে। দেবাশীষ বাবুর যোগাসনের প্রথম প্রশিক্ষক কেয়া ঘোষ এবং বর্তমান প্রশিক্ষক তাপস মন্ডল এর তিনি প্রশিক্ষিত। এই স্পোর্টসের ইউওয়াইএসএফ এর অফিসিয়াল কর্মকর্তারা হলেন সুরেশ কুমার, ইন্দ্ররূপ রায় চৌধুরী, জ্যোতি পাল, নীলাঞ্জনা সরকার এবং প্রদীপ গুড়িয়া।

Advertisement

Advertisement

Advertisement