কলকাতার ম্যানহোল কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি কুম্ভমেলার প্রসঙ্গ টেনে বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি তদন্ত করার জন্য। তিনজনের মৃত্যু হয়েছে। দুঃখজনক ঘটনা। আমরা মৃতদের পরিবারের পাশে আছি। ম্যানহোলে কীভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখা হবে। আমরা বিজেপির মতো নই যে, প্রকৃত মৃত্যুর ঘটনা চেপে গিয়ে গঙ্গায় দেহ ভাসিয়ে দেব। কুম্ভমেলায় যেমনটা হল!’
প্রসঙ্গত, ট্যানারির বর্জ্য পরিষ্কার করার জন্য ম্যানহোলে নেমে তিন সাফাইকর্মী তলিয়ে যান। পরে ডুবুরি নামিয়ে তিন সাফাইকর্মীর দেহ উদ্ধার করা হয়।