রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’–এ খোঁজখবর নিতে মঙ্গলবার হুগলির উত্তরপাড়ায় গিয়েছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে গিয়েই দলের অন্দর থেকে উঠে এল ক্ষোভের ঝড়। অভিযোগের নিশানায় উত্তরপাড়া বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক।
কাঞ্চনের অনুপস্থিতি নিয়েই এদিন খোলাখুলি অসন্তোষ প্রকাশ করেন এলাকার তৃণমূল কাউন্সিলর ও কর্মীরা। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় সরাসরি বলেন, ‘আমাদের বিধায়ককে কোনও কাজে পাওয়া যায় না। শুধু মোবাইলে দেখি, কখনও নাচছেন, কখনও হামাগুড়ি দিচ্ছেন। আসলে উনি বিধায়ক হওয়ার যোগ্যই নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই টিকিট পেয়ে জয়ী হয়েছেন। কিন্তু এলাকায় তিনি কোনও কাজ করেননি।’
Advertisement
যদিও মন্ত্রী ফিরহাদ হাকিম প্রকাশ্যে এবিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি উত্তরপাড়া জয়কৃষ্ণ পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সরকারি আধিকারিক ও স্থানীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন। পরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যা জানাচ্ছেন এবং তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন। এটি দেশের অন্য কোথাও নেই। ভবিষ্যতে হয়তো কেন্দ্রও এই মডেল অনুসরণ করবে।’
Advertisement
উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনকে নিয়ে এলাকার মানুষ ও তৃণমূলের একাংশের ক্ষোভ নতুন নয়। অতীতেও তাঁকে এলাকায় দেখা যায় না বলে সমালোচনা হয়েছে। তবে এ বার প্রকাশ্যে সহকর্মী কাউন্সিলরের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও এই ঘটনায় কাঞ্চনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Advertisement



