সাতসকালে কলকাতায় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এলাকা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে ঢুকতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের।
কী ভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে ওই প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে তাঁরা দমকলকে খবর দেন। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু দোকান।
Advertisement
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়। এলাকার কাউন্সিলরও ঘটনাস্থলে যান। অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে গ্যাসমাস্ক পড়ে ভিতরে ঢুকতেজেহয় দমকল কর্মীদের। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য তৎপর ছিল দমকলবাহিনী। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
Advertisement
Advertisement



