বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভিক্টর ওরফে আলি ইমরান রামজ। পাশাপাশি, শুভেন্দুর বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানিয়েছে প্রদেশ কংগ্রেসও। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের কাছে ইমেল করে অভিযোগ জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক সুমন রায়চৌধুরী। বিরোধী দলনেতার বিরুদ্ধে শান্তিভঙ্গ, উসকানি দেওয়া সহ প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ করা হয়েছে। কংগ্রেসের দাবি, সংখ্যালঘু বিধায়কদের অপমান ও অসম্মান করেছেন শুভেন্দু। সংবিধানের নীতিও লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
ক্ষমতায় এলে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। শুভেন্দুর মন্তব্যের সমালোচনায় সরব হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বুধবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এবার সেই ইস্যুতে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করে কংগ্রেস নেতার দাবি, সাম্প্রদায়িক ভাবাবেগে আঘাত দিয়েছেন শুভেন্দু। এই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হল না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভিক্টর।
পুলিশ সূত্রে খবর, শুভেন্দুর মন্তব্য সংক্রান্ত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। অপরদিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম)-কে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে কংগ্রেস।
পুলিশের জয়েন্ট সিপি
(ক্রাইম)-কে ইমেল করে সুমন রায়চৌধুরী অভিযোগ করেছেন, শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের সম্পর্কে এই মন্তব্য করে সংবিধানের নীতি লঙ্ঘন করেছেন। এরকম বৈষম্যমূলক মন্তব্য রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। প্রশাসন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি জানা গিয়েছে, কংগ্রেসের তরফে এ বিষয়ে আমহার্স্ট স্ট্রিট থানাতেও ইমেল পাঠানো হয়েছে।