বাইপাস সংলগ্ন একটি নামী বেসরকারি হাসপাতালের এক মহিলা চিকিৎসককে যৌন হেনস্তার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসকরা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন।
প্রতিবাদ হিসেবে আপাতত ওই বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে, তবে হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত হুমকিতে বলেছে, “ইহা পে আর জি কর হো জায়েগা”। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালের সব চিকিৎসক একত্রিত হন।
Advertisement
চিকিৎসকরা ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এবং দাবি করেছেন যে অভিযুক্ত হাসপাতালেই রয়েছে। যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে, ততক্ষণ নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হবে বলে জানান তারা। তবে ইন্ডোর চিকিৎসা পরিষেবা চালু থাকবে। সূত্রের খবর অনুযায়ী, বেলেঘাটা এলাকা থেকে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
Advertisement



