• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্যাক্সির ধাক্কায় মৃত বাবা মেয়ে, গ্রেপ্তার ট্যাক্সি চালক

মঙ্গলবার দুপুরে টালা সেতুর কাছে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শিশু সহ তাঁর বাবাকে ধাক্কা মেরে চলে যায় এক ট্যাক্সি চালক।

প্রতীকী চিত্র।

মঙ্গলবার দুপুরে টালা সেতুর কাছে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শিশু সহ তাঁর বাবাকে ধাক্কা মেরে চলে যায় এক ট্যাক্সি চালক। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মেয়ে এবং তাঁর বাবকে উদ্ধার করে স্থানীয়রা। ভর্তি করা হয় নিকটবর্তী আরজি কর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্যাক্সি চালককে।

Advertisement

তবে কী কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। ট্যাক্সির গতিবেগ মাত্রাতিরিক্ত  থাকার কারণেই কি এমন ঘটনা ঘটলো, নাকি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন তা ধৃতকে জেরা করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।ঘটনায় গুরুতর আহত দুই পথচারীও। তারাও হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন পুলিশের ভূমিকা এবং প্রশাসনের পদক্ষেপ নিয়ে।

উল্লেখ্য, আজকের এই ঘটনা স্মৃতিচারণ করে তুলল গত বছর বেহালার চৌরাস্তায় ঘটে যাওয়া এক শিশুর মৃত্যুর। সেখানেও লরির ধাক্কায় মারা যায় এক শিশু। একবছর কাটতে না কাটতেই আবারও সামনে এলো বেপরোয়া গতির বলির খবর।তবে শুধু মাত্র বেহালা নয়, বেহালার পর একাধিক দুর্ঘটনা ঘটেছে শহরের বুকে। এবার ফের বেপরোয়া গতির বলি এক শিশু।

Advertisement