• facebook
  • twitter
Saturday, 2 August, 2025

জাল সোনার চক্র, পর্ণশ্রীতে গণপিটুনিতে মৃত ১

গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্য জন। বেলাহার পর্ণশ্রীতে ঘটনাটি ঘটেছে।

নকল সোনার গয়না বিক্রি করে টাকা নেওয়ায় দুই ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্য জন। বেলাহার পর্ণশ্রীতে ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত করছে পর্ণশ্রী থানার পুলিশ।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পর্ণশ্রীর এমজি সাহা রোডের ধর্মরাজ তলা থেকে দীপক সিং (৩৩) নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর বয়ানের ভিত্তিতে কিছুক্ষণের মধ্যেই এমজি সাহা রোড থেকেই তাঁর আত্মীয় মহেন্দর সিং (৫৫)–এর দেহ উদ্ধার করা হয়। তাঁদের দুই জনকেই বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা মহেন্দরকে মৃত বলে ঘোষণা করেন। পরে দীপককে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীপকের বয়ানের ভিত্তিতে সঞ্জীব কর্মকার, বিশ্বজিৎ বিশ্বাস, চন্দন ঘোষ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীপক এবং মহেন্দর সিং রাজস্থানের ভরতপুরের বাসিন্দা। তাঁরা অভিযুক্ত সঞ্জীবদের কাছে জাল সোনার গয়না বিক্রি করেছিলেন। তার পরিবর্তে টাকাও নিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে দীপক ও মহেন্দরকে একটি নির্মাণাধীন ভবনে ডেকে পাঠান সঞ্জীবরা। ওই ভবনটি বিশ্বজিৎ বিশ্বাসের।

সেখানেই দুই জনকে মারধর করা হয়। এরপর তাঁদের তুলে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। বেধড়ক মারধরে মৃত্যু হয় মহেন্দরের, গুরুতর জখম হন দীপক। নকল সোনার গয়নাগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।