• facebook
  • twitter
Monday, 8 December, 2025

দমদমে দুঃসাহসিক চুরি, দুষ্কৃতী হানায় সর্বস্ব হারালেন বৃদ্ধ দম্পতি

ছুরি হাতে ভয় দেখিয়ে লুট দমদমের বৃদ্ধ দম্পতির বাড়ি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দমদমের ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে।

শহরের বুকে দুঃসাহসিক চুরি। ছুরি হাতে ভয় দেখিয়ে লুট দমদমের বৃদ্ধ দম্পতির বাড়ি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দমদমের ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে।

তিনতলা বাড়িতে একা থাকেন শঙ্কর মজুমদার এবং পুতুল মজুমদার নামে দুই দম্পতি। অভিযোগ, এ দিন রাতে তাঁদের বাড়িতে চড়াও হয় ৬ থেকে ৭ জন দুষ্কৃতী। ছুরি হাতে ভয় দেখিয়ে লুট করা হয় সর্বস্ব। বৃদ্ধার গায়ে হাত দিয়ে গয়না খুলে নেওয়া হয় বলেও অভিযোগ।

Advertisement

সূত্রের খবর, দমদমের বাড়িতে একাই থাকেন ওই দম্পতি। বাড়ির নিচেতলায় ভাড়া দেওয়া থাকলেও, তাঁরা ঘটনার দিন বাড়িতে ছিল না। এ দিকে দুষ্কৃতীদের প্রত্যেকের মাথাতেই ছিল হেলমেট এবং পিঠে ব্যাগ। ফলে স্বাভাবিকভাবেই মুখ দেখা যায়নি দুষ্কৃতীদের। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বৃদ্ধা পক্ষাঘাতগ্রস্ত। শয্যাশায়ী বিছানায়। ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। দোষীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

Advertisement

Advertisement