মেরামতির কাজ চলাকালীন ভেঙে পড়ল বউবাজারের একটি শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ। রবিবার সকাল ১১টা নাগাদ শ্রীনাথ দাস লেনে ওই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই সময় ভিতরে কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। একজন আহত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, আহত শ্রমিকের নাম আশুতোষ অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার দেবগড়িয়ার বাসিন্দা তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বউবাজারের শ্রীনাথ দাস লেনের ওই বাড়িটি বহু পুরনো। সেটির ভগ্নপ্রায় দশা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে সেখানে চলছিল মেরামতির কাজ। রবিবার সকালে কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির নীচের তলার একটি অংশ। এর জেরে আটকে পড়েন বেশ কয়েকজন। বিকট শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। শুরু হয় উদ্ধারকাজ।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। মালিকপক্ষ সংস্কারের কাজ শুরু করেছিল। সেই কাজ চলাকালীন আচমকাই সামনের দিকের বারান্দার একটা বড় অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থকে যায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী ও বউবাজার থানার পুলিশ। এলাকার নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড দেওয়া হয়েছে। বাড়িটির বাকি অংশ বিপজ্জনক কি না, তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।
স্থানীয় বাসিন্দারা জানান, বহু পুরোনো এই বাড়ি। বাড়ির বিভিন্ন অংশই বিপজ্জনক অবস্থায় রয়েছে। একাংশের কাজও চলছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সেই কাজ চলাকালীন দোতলার ছাদ ভেঙে পড়ে। সে সময় নীচে ছিলেন ওই শ্রমিক। তাঁর মাথার উপরই ভেঙে পড়ে চাঙড়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িটি পরিস্থিতি বেশ খারাপ ছিল। বারবার অভিযোগ করলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ২০০ জনের উপরে ভাড়াটে থাকেন এই বাড়িতে। তবে ভিতরে কারোর আটকে থাকার সম্ভাবনা নেই বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুরসভা সূত্রে খবর, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রুখতে শহরের পুরনো বাড়িগুলির নিরাপত্তা নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে প্রশাসন। পুলিশের তরফে কথা বলা হবে বাড়িটির মালিকদের সঙ্গে।