• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওষুধ অ্যাপ কোম্পানির ১৫ কোটি টাকা প্রতারণা ডেলিভারি সংস্থার, গ্রেপ্তার ৩

তারকনাথ ১৫ কোটি টাকা প্রতারণা করে বিভিন্ন জায়গায় লগ্নি করেছেন। ওই সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে, প্রায় ১৫ কোটি টাকা তারকনাথের কোম্পানির থেকে প্রাপ্য।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ডিলার ও ব্যবসায়ীদের কাছ থেকে পেমেন্ট তুললেও সেই টাকা ওষুধ অ্যাপ কোম্পানির কাছে পাঠানো হচ্ছিল না। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ জানতে পারে, প্রায় ১৫ কোটি টাকার প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় তারকনাথ ভট্টাচার্য নামে এক সিকিউরিটি সার্ভিস সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করতেই উঠে এসেছে আরও দুই মহিলার নাম। শতরূপা সরকার এবং পম্পা মিস্ত্রী নামের ওই দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে কোটি টাকা। উদ্ধার হয়েছে বেশ কিছু দামি সংস্থার গাড়ি। এছাড়া উদ্ধার হয়েছে মূল্যবান সোনার গয়না, যার বাজারমূল্য কোটি টাকার উপরে। অভিযুক্তদের নামে বেশ কিছু ফ্ল্যাটেরও সন্ধান পাওয়া গিয়েছে।

জানা যায়, তারকনাথ ১৫ কোটি টাকা প্রতারণা করে বিভিন্ন জায়গায় লগ্নি করেছেন। ওই সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে, প্রায় ১৫ কোটি টাকা তারকনাথের কোম্পানির থেকে প্রাপ্য। এরপরই পুলিশ তারকনাথকে গ্রেপ্তার করে। ওই সংস্থাকে টাকা না দিয়ে গাড়ি, ফ্ল্যাট, গয়না কেনা হয়েছে বলে অভিযোগ। বাকি টাকা কোথায় আছে? সেসবের খোঁজও চলছে।

Advertisement

একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি প্রকাশ্যে এনেছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। প্রতারিত ব্যক্তি সম্পূর্ণ টাকা আমরা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি।’

Advertisement

উল্লেখ্য, গত দু’বছর আগে ‘সস্তা সুন্দর’ নামে একটি ওষুধ অ্যাপ কোম্পানির কাছ থেকে বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করার জন্য সিকিউরিটি সার্ভিস নামে ওই সংস্থা যোগ দিয়েছিল। অভিযোগ, ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই সংস্থা ওই ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেছে। কিন্তু সংস্থাকে তার প্রাপ্য টাকা পাঠায়নি। ওই সংস্থা শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে থাকে। সেই তদন্তে উঠে আসে ১৫ কোটি প্রতারণার এই চাঞ্চল্যকর তথ্য।

Advertisement