• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

এক বছরেই নাবালিকা ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করল আদালত

ডায়মন্ড হারাবার পুলিশ সুপার মিতুল দে জানান, দোষী সাব্যস্ত হওয়া যুবকের নাম রহিদুল আদলদার। যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।

প্রতীকী চিত্র

এক বছরের মধ্যেই যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত করল আদালত। ডায়মন্ড হারবারে এক নাবালিকাকে ধর্ষণ করে এক যুবক। তার ভিডিও করে ওই যুবক। সেই ধর্ষণের ভিডিও সবার প্রকাশ্যে আনার ভয় দেখিয়ে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয় ওই নাবালিকাকে। এরপরেই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন। ৫২ দিনের মাথায় আদালতে পুলিশ চার্জশিট জমা করে। এরপর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি নাবালিকাকে ৩ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযুক্তের শাস্তি ঘোষণায় খুশি নির্যাতিতা নাবালিকার পরিবার।

গত বছর ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পারুলিয়া কোস্টাল থানা এলাকায়। ডায়মন্ড হারাবার পুলিশ সুপার মিতুল দে জানান, দোষী সাব্যস্ত হওয়া যুবকের নাম রহিদুল আদলদার। যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করে রহিদুল। এরপরে সেই ঘটনা প্রকাশ্যে নিয়ে আসার ভয় দেখানো হয় ওই নাবালিকাকে। তারপরে সেই সুযোগে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই যুবক। আদালতের তরফে অভিযুক্ত রহিদুলকে দোষী সাব্যস্ত করা হয়। ঘটনার তদন্তে থাকা পুলিশ আধিকারিক ও আদালতকে ধন্যবাদ জানিয়েছে নাবালিকার পরিবার।

Advertisement

Advertisement

Advertisement