• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগ, ধৃত দম্পতি

নেল আর্ট সেন্টারের আড়ালে ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগ স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনাটি কৈখালির চিড়িয়ামোড়ের।

প্রতীকী চিত্র

নেল আর্ট সেন্টারের আড়ালে ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগ স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কৈখালির চিড়িয়ামোড়ে। গোপন সূত্রে অভিযান চালিয়ে কৈখালির চিড়িয়ামোড়ে অভিযান চালায় পুলিশ। সেই সময় মূল অভিযুক্ত ওই দম্পতি পালিয়ে যেতে সক্ষম হলেও পরে কলকাতার একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড, মোবাইল ফোন-সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম সন্দীপ বর এবং সোমা সেনগুপ্ত। সম্পর্কে তাঁরা স্বামী–স্ত্রী।

কৈখালির চিড়িয়ামোড় এলাকায় একটি নেল আর্ট সেন্টার খুলেছিলেন তাঁরা। সেই সেন্টারের আড়ালেই বহু লোককে ফোন করা হত। বাতিল হয়ে যাওয়া বিমার টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে প্রথমে তাঁদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র হাতানোর পরিকল্পনা করতেন অভিযুক্তরা। পরে আগ্রহীদের কাছ থেকে প্রসেসিং চার্জ-সহ বিভিন্ন কারণ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হত। পাশাপাশি নথি ব্যবহার করে বিভিন্ন পলিসির টাকাও হাতিয়ে নিতেন অভিযুক্তরা।

Advertisement

Advertisement

Advertisement