বেআইনি নির্মাণ নিয়ে প্রতিবাদ করতেই কপালে জুটেছে বেধড়ক মার। ঘটনাটি ঘটেছে টলিগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত হয়েছেন বিজয় নিয়োগী নামের এক ব্যক্তি। প্রোমোটার রাজু খান-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বুধবার সকালে বিজয় নিয়োগী পথের ধারে বসেছিলেন। আচমকাই ওই এলাকার প্রোমোটার রাজু খান ও বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে। কিন্তু কেন তাঁদের এই আক্রোশ?
জানা গিয়েছে, কিছুদিন আগে কলকাতা পৌরসভার টক টু মেয়রে ফোন করে ৮৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান, ৮ নম্বর বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করে বিল্ডিং আধিকারিকরাও এই অভিযোগটি সত্য বলে জানান। এরপরই ওই নির্মানটি ভেঙে ফেলার নির্দেশ দেন মেয়র। সেই মতো ডিজিকে জানানো হয়। নোটিশ যায় ওই বহুতলে। যেহেতু এলাকার লোকজন মেয়রের কাছে এই অভিযোগ করেছিলেন তাই প্রোমোটার রাজু খানের ওই এলাকার বেশ কয়েকজনের উপর ক্ষোভ জন্মায়।
Advertisement
অভিযোগকারীর মধ্যে একজন ছিলেন বিজয় নিয়োগী। বুধবার রাস্তায় তাঁকে একা পেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে চাননি রাজু। দলবল নিয়ে রাস্তাতেই বিজয়কে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় তিনি পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে। এরপর এক মুহূর্ত দেরি না করে আক্রান্ত বিজয় নিয়োগী চারু মার্কেট থানায় অভিযোগ জানান।
Advertisement
Advertisement



