• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

এনআরএস-এ শুরু হতে চলেছে অত্যাধুনিক অণুবীক্ষণের সাহায্যে ক্যান্সার জিন ম্যাপিং

এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ইন্দিরা দে জানিয়েছেন, 'রাজ্যের মধ্যে একমাত্র এনআরএস হাসপাতালে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপটি কেনা হল রোগীর স্বার্থে'।

রাজ্যের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হতে চলেছে অত্যাধুনিক অণুবীক্ষণের সাহায্যে ক্যান্সার জিন ম্যাপিং।  স্বাধীনতার পর  রাজ্যে প্রথম কোন সরকারি হাসপাতালে এই জিন ম্যাপিং পদ্ধতি শুরু হবে। এই জিন ম্যাপিং পদ্ধতি, সাহায্যে দ্রুত ও নিখুঁতভাবে ক্যান্সারের কোষ চিহ্নিতকরণ সম্ভব। এনআরএসের হেমাটোলজি বিভাগে  বসানো হয়েছে অত্যাধুনিক ‘ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ’।  যার মাধ্যমে হবে এই জিন ম্যাপিং।  এই অত্যাধুনিক অণুবীক্ষণটির দাম ৫০ লক্ষ টাকা।  এই বিষয়ে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ইন্দিরা দে জানিয়েছেন, ‘রাজ্যের মধ্যে একমাত্র এনআরএস হাসপাতালে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপটি কেনা হল রোগীর স্বার্থে’।

ওই হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তুফান দোলুইয়ের কথায়, ‘এই মাইক্রোস্কোপে যে কোনও ক্যান্সার কোষ শরীরের কতটা অংশে ছড়িয়েছে, তা নিখুঁতভাবে হাসপাতালেই পরীক্ষা করা সম্ভব হবে’।  প্রসঙ্গত স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে রাজ্যে ১.১৩  লক্ষ নাগরিক বিভিন্ন ধরনের ক্যান্সারে ভুগছেন। এদের মধ্যে  ৯,৫৬৬,৮২৫  জন মহিলা।  এছাড়াও শিশুদের একটা বড় অংশ রক্তের ক্যান্সারে আক্রান্ত।  আর এই ধরনের জিন ম্যাপিং পদ্ধতি ক্যান্সার চিকিৎসায় অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদী স্বাস্থ্যদপ্তর।

Advertisement

Advertisement

Advertisement