• facebook
  • twitter
Monday, 8 December, 2025

বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ

শনিবার রাতে বাড়ির বারান্দায় বসে ছিলেন বৈশালী। সঙ্গে ছিলেন তাঁর ছেলে। সেই সময়ই বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুই জন দুষ্কৃতী।

বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া। ফাইল চিত্র।

বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত পৌনে ১২ টা নাগাদ ২ জন দুষ্কৃতী বাইকে করে এসে বোমা ছোঁড়ে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। কিন্তু কেন তাঁর বাড়িতে হামলা চালানো হল তা বুঝতে পারছেন না বৈশালী ডালমিয়া।

শনিবার রাতে বাড়ির বারান্দায় বসে ছিলেন বৈশালী। সঙ্গে ছিলেন তাঁর ছেলে। সেই সময়ই বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুই জন দুষ্কৃতী। এর জেরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে ভেবেছিলেন, কারও বাড়ির সিলিন্ডার ফেটে গিয়েছে। কিন্তু পরে বোমাবাজির বিষয়টা সকলে বুঝতে পারেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার সুতলি ও স্টোনচিপ উদ্ধার করেছে। গোটা এলাকাকে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

বৈশালী ডালমিয়া জানিয়েছেন, বারান্দায় বসে থাকার সময় তিনি বিকট একটি আওয়াজ শুনতে পান ও আগুনের ঝলকানি দেখতে পান। কয়েক মুহূর্ত তিনি কিছু বুঝে উঠতে পারেননি। পরে তিনি বুঝতে পারেন যে তাঁর বাড়ি লক্ষ্য করেই বোমা ছোঁড়া হয়েছে। তবে কী কারণে এই হামলা তা নিয়ে সন্দীহান বৈশালী ডালমিয়া। সাম্প্রতিক অতীতে তাঁর সঙ্গে কারও গন্ডগোলও হয়নি। কারও সঙ্গে কোনও শত্রুতাও নেই। ২০২১ সালে তিনি বিজেপি–তে যোগদান করার পর ছেলের উপর হামলা হয়েছিল। কিন্তু তারপর থেকে আর কিছু ঘটেনি। তাই শনিবারের এই হামলা কারা করল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন এই বিজেপি নেত্রী। বৈশালীর কথায়, ‘বড় দেওয়াল ও তারকাঁটায় বোমা আটকে গিয়েছিল। তা না হলে সোজা আমার জানলাতেই লাগত। আমি বারান্দায় বসেছিলাম। প্রচণ্ড আওয়াজ শুনতে পাই। হিন্দি সিনেমার দৃশ্যের মতো আগুনের ঝলকানি দেখতে পাই। কী কারণে এই হামলা বুঝতে পারছি না। আমি ও আমার ছেলে বিভিন্ন সময় গাড়িতে যাতায়াত করি। ওরা তো গাড়িতেও হামলা চালাতে পারত। তখন কী হত?’

Advertisement

এদিনের ঘটনার পর পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন বৈশালী ডালমিয়া। ইতিমধ্যেই তিনি বোমাবাজির ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে। সেই ফুটেজ তিনি পুলিশের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

Advertisement