• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনের ৬৫ জন অন্তঃসত্ত্বাকে আনা হল হাসপাতালে

উপকূল এলাকায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে এই কাজ শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে অন্তঃসত্ত্বা মহিলাদের চিহ্নিত করা হয়।

‘দানা’র দাপটে প্রাণহানি রুখতে তৎপরতা প্রশাসন। ইতিমধ্যেই উপকূলের বিভিন্ন এলাকা থেকে সরানো হচ্ছে স্থানীয়দের। এছাড়াও অন্তঃসত্ত্বা ও বৃদ্ধ–বৃদ্ধাদের জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। তাঁদের সরিয়ে আনা হচ্ছে নিরাপদ স্থানে। ঘূর্ণিঝড় চলাকালীন তাঁরা অসুস্থ হয়ে পড়লে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হতে পারে। এই কারণে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সুন্দরবনের সাগরদ্বীপ থেকে ৬৫ জন অন্তঃসত্ত্বা মহিলাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মা ও শিশুর যাতে কোনও ক্ষতি না হয় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্বের ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতার কথা মাথায় রেখে আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। প্রাণহানি রুখতে তারা বদ্ধপরিকর। এই কারণে উপকূল এলাকায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে এই কাজ শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে অন্তঃসত্ত্বা মহিলাদের চিহ্নিত করা হয়। তারপর তাঁদের সাগর গ্রামীণ হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে ঘুরে অন্তঃসন্ত্বা মহিলাদের চিহ্নিত করার কাজ করেছে।

Advertisement

Advertisement

Advertisement