অ্যাপ বাইক চালকের চোখ নষ্ট করে দেওয়ার পাশাপাশি তাঁকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টালা থানা এলাকার বেলগাছিয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে গত ৭ মে রাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার টালা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম যুবকের পরিবারের সদস্যরা। এই অভিযোগের প্রেক্ষিতেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জখম যুবকের নাম মহম্মদ সেলিম ওরফে সানি। তিনি বেলগাছিয়া বস্তি এলাকার বাসিন্দা। গত বুধবার তিনি বাইক দাঁড় করিয়ে এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ১০–১৫ জন যুবকের সঙ্গে সেলিমের তর্কাতর্কি শুরু হয়। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এরপরই সেলিমকে মাটিতে ফেলে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। তাঁর চোখে আঙুল ঢুকিয়ে চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টাও করা হয়। পাশাপাশি কিল, চর, ঘুষি, এমনকী বাঁশ দিয়েও বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
Advertisement
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসে সেলিমকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বাইপাস সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
Advertisement
এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি নর্থ দীপক সরকার জানিয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটি চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।
Advertisement



