• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

গঙ্গাসাগর মেলার মুহূর্তে কচুবেড়িয়ার পুলিশ ক্যাম্পে আগুন

গঙ্গাসাগর মেলার ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কচুবেড়িয়া। এই এলাকা দিয়েই পুণ্যার্থীরা মেলার উদ্দেশে রওনা দেন। এই কারণে কচুবেড়িয়ায় পুলিশের একাধিক ক্যাম্প করা হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গঙ্গাসাগর মেলা চলাকালীনই কচুবেড়িয়ার পুলিশ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মেলা উপলক্ষে কচুবেড়িয়ার আশ্রম মোড়ে পুলিশ ছাউনি করা হয়েছিল। রবিবার সন্ধ্যায় সেখানেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

গঙ্গাসাগর মেলার ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কচুবেড়িয়া। এই এলাকা দিয়েই পুণ্যার্থীরা মেলার উদ্দেশে রওনা দেন। এই কারণে কচুবেড়িয়ায় পুলিশের একাধিক ক্যাম্প করা হয়েছে। এই রকমই দুটি ক্যাম্পে রবিবার আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ক্যাম্পগুলি।

দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা–ও এখনও জানা যায়নি। আগুন দেখে দর্শনার্থীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে এদিন পুলিশ ক্যাম্পে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকলবাহিনী।