• facebook
  • twitter
Friday, 13 June, 2025

পাতিপুকুর আন্ডারপাসে নিকাশির মুখে কংক্রিটের বস্তা

বিপুল খরচে পাতিপুকুর আন্ডারপাস তৈরি করেছিল কেএমডিএ, উদ্দেশ্য ছিল জলনিকাশির উন্নতি। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে বাস্তব পরিস্থিতি।

বিপুল খরচে পাতিপুকুর আন্ডারপাস তৈরি করেছিল কেএমডিএ, উদ্দেশ্য ছিল জলনিকাশির উন্নতি। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে বাস্তব পরিস্থিতি। বর্ষাকালে জল জমে থাকে এই আন্ডারপাসে, আর তারই সমাধানে পুরসভার নিকাশি বিভাগ যখন মাঠে নামে, তখন উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, পাতিপুকুর রেল ব্রিজের নীচে, যেখান দিয়ে জল মূল ড্রেনের দিকে চলে যাওয়ার কথা, ঠিক সেই জায়গায় ৭ থেকে ৮টি কংক্রিট বোঝাই বস্তা ফেলে রাখা হয়েছে। এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে নিকাশির পথ। অভিযোগের তির সরাসরি কন্ট্র্যাক্টরের দিকে। মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং বলেন, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলেই মনে হচ্ছে। তিনি এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছেও অভিযোগ জানিয়েছেন।

মেয়র ফিরহাদ হাকিমও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনেক সময় কন্ট্র্যাক্টররা সাইট ক্লিয়ার না করে চলে যায়। আমাদের ইঞ্জিনিয়ারদের এটা দেখা উচিত ছিল। এটা গাফিলতি। আমি একটা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) বানাবো যাতে ভবিষ্যতে এমন না হয়। মঙ্গলবার আমি কেএমডিএ-তে গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখবো। কোন ইঞ্জিনিয়ারের দায়িত্ব ছিল সেটা বার করে জবাবদিহি চাইবো।’

একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, কেউ ইচ্ছা করে পুরসভার ভাবমূর্তি নষ্ট করতেই এমন কাজ করে থাকতে পারে। মেয়রের আশ্বাস, পুরো ঘটনা খুঁটিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।