• facebook
  • twitter
Tuesday, 18 March, 2025

ভাসানকে কেন্দ্র করে উত্তেজনা, কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ

মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের পর এবার কলকাতা। কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ উঠল সরস্বতী বিসর্জনে আসা ক্লাব সদস্যদের বিরুদ্ধে।

ফাইল চিত্র।

মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের পর এবার কলকাতা। কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ উঠল সরস্বতী বিসর্জনে আসা ক্লাব সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ মারধর করা হয় এক মহিলা সিভিক ভলান্টিয়ারকেও। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ থানা এলাকার বাঁধা বটতলা ক্রসিংয়ের কাছে পাহাড়পুর রোডে। সেই সময় সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তা নিয়ন্ত্রণ করতে গিয়েই আক্রান্ত হন গার্ডেনরিচ থানার সাব-ইন্সপেক্টর অরুণকুমার মাইতি (৫৬) এবং একজন মহিলা সিভিক সঙ্গিতা পোড়ে। সূত্রের খবর, মেটিয়াবুরুজের শিবনগর ইয়ং ক্লাবের সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং মহিলা সিভিককে মারধরের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়। আহত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁদের। পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আক্রান্ত এসআই অরুণবাবু। সেই ঘটনার প্রেক্ষিতে তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় আদিত্য পাসওয়ান (২০) এবং সৈকত মাইতি (২১) নামে দুই যুবককে। তারা মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা বলেই খবর পুলিশ সূত্রে। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১২১(১), ১৩২ এর মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।