• facebook
  • twitter
Monday, 8 December, 2025

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ বনগাঁ লোকাল

স্টেশনের আগেই ট্রেনটিকে দাঁড় করানো হয়

ফাইল চিত্র

বনগাঁ লোকালে অল্পের জন্য রক্ষা পেল অসংখ্য রেলযাত্রী। বারাসত স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের নিকটে রেললাইনে সাজানো ছিল পাথর। সোমবার রাতে স্থানীয় বাসিন্দাদেরই বিষয়টি প্রথম নজরে আসে। রেলপথে আপ বনগাঁ লোকাল তখন ঢুকছে। প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ বিষয়টি লোকো মোটর ম্যানকে জানান। বিপদের আঁচ পেয়ে এলাকার লোকজন হইচই শুরু করে দেয়। ফলে স্টেশনের আগেই ট্রেনটিকে দাঁড় করানো হয়।

খবর দেওয়া হয় রেলপুলিশকে। তড়িঘড়ি পাথরগুলি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। সময়ের আগে নজরে না পড়লে কী হতো এতো যাত্রীর? নিরাপত্তার প্রশ্নে জিআরপি জানান, এই কাজ কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির।

Advertisement

Advertisement

Advertisement