• facebook
  • twitter
Monday, 8 December, 2025

বিধান শিশু উদ্যানে ৪৬তম বসে আঁকো প্রতিযোগিতা

সব মিলিয়ে ৯০ জনকে বিশেষ পারদর্শিতার জন্য পুরষ্কৃত করা হয়। বিধান শিশু উদ্যান পরিচালিত এই প্রতিযোগিতার ঐতিহ্য মেনে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিজস্ব চিত্র

রবিবার কলকাতার উল্টোডাঙা সংলগ্ন বিধান শিশু উদ্যানে হলো বৃহৎ বসে আঁকো প্রতিযোগিতা। বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা জননেতা অতুল্য ঘোষ ১৯৭৭ সালে প্রথম আয়োজন করেছিলেন এই প্রতিযোগিতার। সেই থেকেই নিয়মিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে ইংরেজি নতুন বছরের প্রথম রবিবারে। তবে করোনাকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারেনি। এবারের ৪৬তম বছরে অঙ্কন বিভাগে প্রতিযোগীর সংখ্যা ছিল আট শতাধিক এবং আবৃত্তিতে প্রায় দুশো।

সব মিলিয়ে ৯০ জনকে বিশেষ পারদর্শিতার জন্য পুরষ্কৃত করা হয়। বিধান শিশু উদ্যান পরিচালিত এই প্রতিযোগিতার ঐতিহ্য মেনে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর প্রতিযোগীদের কোনো প্রবেশ মূল্য ছিল না। সফল প্রতিযোগীদের পুরস্কার হিসেবে শুধুমাত্র বই দেওয়া হয়েছে। শিশুদের মধ্যে যাতে কম বয়স থেকেই বই পড়ার অভ্যাস গড়ে ওঠে সেই জন্য এই নিয়ম প্রবর্তন করেছিলেন অতুল্য ঘোষ। এই ধারা এখনও বজায় রেখে চলেছে বিধান শিশু উদ্যান। বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার বলেন, ‘এবছরের ৬৭টি পুরস্কারপ্রাপ্ত ছবি নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত  হবে পয়লা জুলাই ড. বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে।’

Advertisement

Advertisement

Advertisement