পুজোর আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। হুগলির মানকুণ্ডুর শান্তিনগর এলাকা মর্মান্তিক ঘটনার সাক্ষী। প্রতিমা বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় ডুবে গেলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে একাদশীর সন্ধ্যায়। ওই দুই যুবকের নাম অরূপ রায় (৩৬) ও অঙ্কুশ দাস (২৮)। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মানকুণ্ডুর শান্তিনগরের মুক্তি সঙ্ঘের দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলেন ওই দুজন।
জানা গিয়েছে, তাঁরা দু’জনেই ওই ক্লাবের সদস্যও ছিলেন। পুজোর ক’টা তাঁদের দিন নানা কাজকর্ম করে দেখেছেন পাড়াপড়শিরা। একাদশীর বিকেলে ওই ক্লাবের প্রতিমা বিসর্জন ছল। ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটে বিসর্জনের সময় এই অঘটন ঘটে।
Advertisement
Advertisement
Advertisement



