• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দু’দিনেই জমা পড়ল ১৯৫ অভিযোগ, জঞ্জাল সাফাইয়ে বিশেষ অভিযান

বিশ্ব পরিবেশ দিবসের ঠিক আগে শহরকে ঝকঝকে রাখতে বুধবার থেকে বিশেষ জঞ্জাল সাফাই অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা।

বিশ্ব পরিবেশ দিবসের আগে শহরকে ঝকঝকে রাখতে বুধবার থেকে বিশেষ জঞ্জাল সাফাই অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা। এই অভিযানের প্রথম দু’দিনেই পুরসভার কাছে জমা পড়েছে মোট ১৯৫টি অভিযোগ—বুধবার ৯১টি ও বৃহস্পতিবার ১০৪টি।

পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন কোণে জমে থাকা আবর্জনার খোঁজ পেতে নাগরিকদের কাছে ছবি ও ভিডিও সহ অভিযোগ পাঠাতে অনুরোধ করা হয়েছে। সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর (৯০৭৩৩৬৭৮৮৩)। যে কোনও ছবি, ভিডিওর সঙ্গে ঠিকানাও উল্লেখ করতে বলা হয়েছে।

Advertisement

এই অভিযানে সব অভিযোগ রিয়েল টাইম গুগল ফর্ম ও ড্যাশবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযোগ জমা পড়ার সর্বোচ্চ দু’ঘণ্টার মধ্যে তা সংশ্লিষ্ট বরোকে জানানো হচ্ছে এবং তার পরের দু’ঘণ্টার মধ্যে সাফাইয়ের কাজ সম্পন্ন করে অভিযোগকারীকে ফিডব্যাক পাঠানো হচ্ছে।

Advertisement

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, এই ১৯৫টি অভিযোগের মধ্যে ৩৯টি সাফাই-সংক্রান্ত ছিল না। মোট অভিযোগের ৮০টির নিষ্পত্তি  ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে লাগাতার বৃষ্টিতে কিছু কাজে সমস্যা হচ্ছে বলেও জানান আধিকারিকরা।

পুরসভার কমিশনার ধবল জৈন খোদ এদিন গোটা পদ্ধতি খতিয়ে দেখেন। এই অভিযান  ৩ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে।

Advertisement