• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গোড়ালির অপারেশন হল মহম্মদ সামির

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: সম্প্রতি গোড়ালিতে চোট পেয়েছেন মহম্মদ সামি। যার কারণে আসন্ন আইপিএল থেকে ছিঁটকে গিয়েছেন তিনি। চোট পাওয়া গোড়ালির চিকিৎসায় সুদূর লন্ডনে পৌঁছে গিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। সেখানে তাঁর গোড়ালিতে একটি অপারেশন করা হয়েছে। গতকাল, সোমবার সেই অপারেশন হয়েছে বলে জানা গিয়েছে। ব্রিটেনের একটি হাসপাতালে সেই অপারেশন হয়েছে। সেই তথ্য নিজেই শেয়ার করেছেন এই

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: সম্প্রতি গোড়ালিতে চোট পেয়েছেন মহম্মদ সামি। যার কারণে আসন্ন আইপিএল থেকে ছিঁটকে গিয়েছেন তিনি। চোট পাওয়া গোড়ালির চিকিৎসায় সুদূর লন্ডনে পৌঁছে গিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। সেখানে তাঁর গোড়ালিতে একটি অপারেশন করা হয়েছে। গতকাল, সোমবার সেই অপারেশন হয়েছে বলে জানা গিয়েছে। ব্রিটেনের একটি হাসপাতালে সেই অপারেশন হয়েছে। সেই তথ্য নিজেই শেয়ার করেছেন এই ভারতীয় পেসার। তিনি জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে। তবে মাঠে নামতে এখনও বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবে। কারণ সুস্থ হতে এখনও বেশ কয়েকমাস সময় লাগবে।

Advertisement

Advertisement