শিল্পস্থাপনে নয়া উদ্যোগ যোগীর।

Written by SNS August 21, 2023 10:38 am

উত্তরপ্রদেশে:- শিল্পস্থাপনে নতুন উদ্যোগ নিয়েছেন যোগী আদিত্যনাথ। একাধিক শিল্পস্থাপনের উদ্যোগী পরিবেশ তৈরি করতে চাইছেন তিনি। যাতে শিল্পস্থাপনের সুনিশ্চিত পরিবেশ তৈরি হয় তার জন্য একাধিক পরিকল্পনা করে ফেলেছেন তিনি। রাজ্যের যুবকদের যাতে অন্যত্র গিয়ে কাজ করতে না হয় সেকারণে রাজ্যে শিল্প আনতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। শিল্প আনতে হলে সবার আগে পরিকাঠামো এবং আইন প্রশাসন সুনিশ্চিত করা জরুরি । তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রাজ্যে গুণ্ডারাজ, জমি মাফিয়া, বেআইনি দখলদারদের কড়া হাতে দমন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই সেই লক্ষ্যে অনেকটাই সফল যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, এবার রাজ্যে নিরাপদ শিল্প স্থাপনের এলাকা তৈরি করতে চলেছেন যোগী আদিত্যনাথ। সেকারণে তিনি নিরাপদ শিল্পাঞ্চল তৈরি করার উদ্যোগ নিয়েছেন। উত্তর প্রদেশ রাজ্য শিল্প উন্নয়ন নিগম সেফ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরির কাজে মন দিয়েছে। যোগীর নির্দেশে শিল্পাঞ্চলের প্রতিটি জায়গা মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই সঙ্গে সুলভ শৌচালয়, দমকল দফতর এবং নতুন নতুন থানা তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য ২৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ৭০টি শিল্পাঞ্চলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে শিল্পাঞ্চলে যাঁরা কাজ করবেন তাঁরা যাতে পরিশ্রুত পানীয় জল, খাবার এবং স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে তার উদ্যোগও নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে আলোকিত করণের জন্য ২৫,০০০ আলোকস্তম্ভ লাগানো হয়েছে। যাতে খরচ হয়েছে ২৫ কোটি টাকা খরচ হয়েছে। ২৫ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে ৪৮০টি উচ্চ বাতিস্তম্ভ লাগানো হয়েছে। খোলা হয়েছে ১২টি দমকল কেন্দ্র। ১৩ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে ৬০টি দমকল কেন্দ্র। মহিলা শ্রমিকদের জন্য আলাদা করে পিঙ্ক টয়লেট তৈরি করা হয়েছে।